ব্রাজিলে সপ্তাহজুড়ে টানা বর্ষণে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রাজিলের সাও পাওলো রাজ্যে সপ্তাহজুড়ে টানা বর্ষণে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
ব্রাজিল সরকারের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৪০ জন। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী। ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপদ্রুত এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না।