ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবছর বাড়ছে কাঁঠালের আবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৩৩৫৯ বার পড়া হয়েছে
আমিষ ও ভিটামিন সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠাল। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবছর বাড়ছে কাঁঠালের আবাদ। চাষীরা জানান, চলতি মওসুমে কাঁঠালের ফলন ভাল হলেও বৃষ্টির অভাবে আকার কিছুটা ছোট। কৃষি বিভাগ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে নানা পদক্ষেপ নিয়েছে তারা। চলতি মওসুমে জেলায় প্রায় ২ হাজার ৭৭৮ মেট্রিকটন কাঁঠাল উৎপাদনের আশা কৃষি বিভাগের।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে কাঁঠালের আবাদ। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার আবহাওয়া কাঁঠাল চাষের জন্য বিশেষ উপযোগী। জেলায় প্রায় ৫৫০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৫৬৭ হেক্টর জমিতে। চাষীরা জানান বৃষ্টিপাত না থাকায় ও তাপমাত্রা অধিক থাকায় কাঠালের আকার ছোট হয়েছে। ইতোমধ্যে পাইকাররা চাষীদের কাছ থেকে সাড়ে ৪ হাজার
অনাবাদী জমি চাষের আওতায় এনে স্ববলম্বী হবে চাষীরা এমনটাই প্রত্যাশা।