ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রতিস্থাপন শিল্প প্রদর্শনী
- আপডেট সময় : ০৭:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ডিপ্রেশন অফ করোনা শিরোনামে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রতিস্থাপন শিল্প প্রদর্শনী। ২০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে এই প্রদর্শনীর আয়োজন করেছে স্থানীয় সংগঠন- শিশু নাট্যম। করোনা, ভাস্কর্য ইস্যু ও নারী নির্যাতনসহ সমসাময়িক বিষয়াবলী স্থান পেয়েছে এতে। করোনার মাঝে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
ডাল, চাল, মুড়ি, আটা-ময়দা– নিত্যব্যবহার্য এসব জিনিস দিয়েই আঁকা হয়েছে বাংলাদেশ। সেখানে আলুর মাঝে ম্যাচের শলাকা বসিয়ে দেয়া হয়েছে করোনাভাইরাসের অবয়ব। বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের পরিসংখ্যানের উপর ভিত্তি করে দেয়া হয়েছে করোনার ঘনত্ব। আবার সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর উন্মুক্ত তর্জনী যেন তাকিয়ে আছে আকাশপানে। ঘরের ফেলনা জিনিসপত্র দিয়ে ২০ শিল্পী তৈরি করেছেন এসব শিল্পকর্ম। ডিপ্রেশন অফ সোসাইটি শিরোনামে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রদর্শনীতে দেখা মিলছে আরো নানা সমসাময়িক বিষয়াবলী। প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। আর অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথিবৃন্দ তাদের মনোভাব ব্যক্ত করেন।
করোনার মাঝে শিল্পচর্চা বন্ধ থাকায় নতুনভাবে চিত্রকর্মপ্রেমীদের আকৃষ্ট করতে এবং সমসাময়িক সমস্যাগুলোর ব্যাপারে এ আয়োজন মানুষের মাঝে সচেতনতা তৈরি করবে বলে জানান এই শিল্পী।মুক্তিযুদ্ধের চেতনার শক্তি নিয়ে করোনা মোকাবেলা ও জনসচেতনতা তৈরিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।রোববার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা অবধি এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।