ব্রাহ্মণবাড়িয়ার দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সরকারি কর্মকর্তা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল চৌধুরী রানা নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা শহরের তারাগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাগণ গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে জুয়েল, শ্রম মন্ত্রণালয়ের অধীনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত ছিলেন। এলাকাবাসী জানায়, সন্ধ্যায় জুয়েল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।