ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের সংস্কার কাজের অগ্রগতি নেই
- আপডেট সময় : ০২:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
এক বছর আগে উদ্যোগ নিলেও, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের সংস্কার কাজের তেমন অগ্রগতি নেই। সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায়, সামান্য বৃষ্টিতেই সীমাহীন দুর্ভোগে পড়ছে মানুষ। প্রতিনিয়ত দুর্ঘটনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে, গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কটি এখন মরণ ফাঁদ। সাড়ে ১৭ কিলোমিটার সড়কের বেশীরভাগেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর অসংখ্য খানা-খন্দ। উপজেলার কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি।
গত বছর ২৫ আগস্ট, ২১ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে এলজিইডি। শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছর ২৪ আগস্টের মধ্যে। তবে, গত এক বছরে মাত্র ৩২ ভাগ কাজ হওয়ায় হতাশা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। কাজের গুণগত মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
কাজে ধীরগতির জন্য করোনাকে দায়ী করছে ঠিকাদার। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে আশা করে, এলজিইডি।
দ্রুত দুর্ভোগ থেকে মুক্তি চায়, এলাকাবাসী।