ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, চম্পকনগর জামালপুর মসজিদের উত্তর পাশের জঙ্গলে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শিশুটির নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো এবং মুখে-গলায় ক্ষতচিহ্ন ছিল। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। শিশু রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে।
এদিকে, কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত কারনে রাতের কোন এক সময় ধারালো অস্ত্রদিয়ে মাথায় ও শরিরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারনে এই হত্যাকান্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।