ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে হাজির হওয়ার আদেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে ফের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এজলাসে বিচার কাজ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বিচার বিঘ্নিত করার অভিযোগে হাইকোর্টে হাজির হন জেলা আইনজীবী সমিতির সম্পাদকসহ ২১ আইনজীবী। তাদের ফের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ সময় আদালত বলেন, আইনজীবীরা সেদিন যে ভাষায় কথা বলেছেন তা কমলাপুরের কুলিরাও ব্যবহার করে না। এর আগে গত ১০ জানুয়ারি তাদেরকে তলব করে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।