ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রার্থী হত্যার ঘটনায় মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল ও তার সহযোগী বাদল সরকারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় এরশাদুলের বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। মামলায় ১৫ আসামি নাম উল্লেখ রয়েছে যারা এজহারভুক্ত। এছাড়া অজ্ঞাত আরও ৩-৪ জন নাম মামলায় রয়েছে। নবীনগর থানা পুলিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে প্রথম নিহত হন বাদল। পরে গুলিতে আহত এরশাদুলকে ঢাকায় আনার পথে মারা যান। এরশাদুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।