ব্রাহ্মণবাড়িয়ায় এটিএম বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টার অভিযোগে এক যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, রাত ৮টার দিকে ওই যুবক বুথে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে বেধে ফেলার চেষ্টা করেন। তখন বাইরে থেকে অন্য নিরাপত্তাকর্মী বুথের ভেতর গেলে বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার দিলে আশাপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে যুবককে আটক করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।আটক হওয়া যুবক একজন ওষুধ ব্যবসায়ী। কলেজপাড়ায় নূর ফার্মেসী নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।