ব্রাহ্মণবাড়িয়ায় কাল থেকে বিচারিক কাজে অংশ নেবেন আইনজীবীরা
- আপডেট সময় : ০৭:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
অবশেষে দীর্ঘ একমাস পর ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু-১ আদালত ছাড়া বাকী সব আদালত বর্জন কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে জেলা আইনজীবী সমিতি। কাল মঙ্গলবার থেকে ওই একটি আদালত ছাড়া সব আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নেবেন আইনজীবীরা।
দাবী পূরণে আইনমন্ত্রী ও স্থানীয় এমপিসহ সংশ্লিষ্ট সকলের আশ্বাসের প্রেক্ষিতে দুপুরে বিশেষ সাধারণ সভাশেষে এ সিদ্ধান্তের কথা জানায় আইনজীবী সমিতি। এদিকে, আদালতের কার্যক্রম আবার শুরুর খবরে খুশী বাদী-বিবাদী ও আইনজীবী সহকারীসহ মামলা সংশ্লিষ্টরা।
আদালত বর্জন নিরসনে রোববার আইনমন্ত্রী আনিসুল হক, সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ও আইন সচিব গোলাম সারোয়ারসহ সংশ্লিষ্টদের সাথে আইনজীবীদের ফলপ্রসূ বৈঠকের পরই নিশ্চিত হওয়া গিয়েছিল- আন্দোলন থেকে সরে আসছেন আইনজীবীরা।
সোমবার দুপুরে বিশেষ সাধারণ সভায় আইনজীবী সমিতির সদস্যদের সাথে আগেরদিনের বৈঠকের বিষয়ে আলোচনা করেন নেতারা। পরে সর্বসম্মতভাবে আন্দোলন প্রত্যাহার এবং নারী ও শিশু-১ আদালত ছাড়া বাকী সব আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এক মাস আদালত বর্জনকালে অন্তত ৬শ’ হাজতীর জামিন কাজ ব্যাহত হয়। আন্দোলন প্রত্যাহারে আদালতের কার্যক্রম আবার শুরুর খবরে খুশি আইনজীবী সহকারীসহ মামলা সংশ্লিষ্টরা।
মঙ্গলবার থেকে আইনজীবীরা আদালতে এলে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমে স্বস্তি ফিরবে বলে জানান কর্মকর্তারা।
একমাস আদালত অচল থাকায় প্রতিদিন গড়ে দেড় হাজার মামলা দায়েরের ফলে জেলায় অন্তত ৩০/৩৫ হাজার মামলার বাড়তি জট সৃষ্টি হয়েছে।