ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ
- আপডেট সময় : ০৩:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে, রেল কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি চালকদের উপযুক্ত প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে বেপজার ৩৪তম সভায় এ তাগিদ দেন তিনি। এ সময়, উদ্ধার কাজে সরকার সব ধরনের সহযোগীতা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশের জিডিপিতে শিল্পখাতের অবদানকে দ্বিগুণ এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে সারাদেশে আটটি ইপিজেড তৈরি করেছে সরকার। বর্তমানে এসব ইপিজেডে দেশি বিদেশি ৪৭৫ টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। আর ৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। গেল দশ বছরে জাতীয় রপ্তানি ও বিদেশি বিনিয়োগে বেপজার অবদান প্রায় ২০ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ – বেপজার গভর্নিং বোর্ডির সভা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দূর্ঘটনায় শোক জানিয়ে রেল কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি চালকদের উপযুক্ত প্রশিক্ষণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে তিনি পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষির আধুনিকায়ন আর শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন।
গণতান্ত্রিক ধারাবাহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বিনিয়োগের দেশ হিসেবে বাংলাদেশ আকর্ষনীয় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।