ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সকালে বিজয়নগরের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানান, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেট যাচ্ছিল। ট্রেনটি বিজয়নগরের মুকুন্দপুর-হরষপুরের মাঝামাঝি পৌঁছালে একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় সিলেটের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।