ব্রাহ্মণবাড়িয়ায় সাব-রেজিস্ট্রার পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে সেবা গ্রহীতারা
- আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রার পদটি শূন্য থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন সেবা গ্রহীতারা। জেলা পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী এ দফতরে রাজস্ব আদায় কমেছে প্রায় ৩৫ শতাংশ। নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় দূর-দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের ফেরত যেতে হচ্ছে। এতে গতিহীন হয়ে পড়েছে সাব-রেজিস্ট্রার অফিসে সব ধরনের কাজকর্ম।
তিন মাস আগে বদলি হওয়ার পর থেকে সদর উপজেলার সাব-রেজিস্ট্রার পদটি শূন্য। এর পর থেকে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মানুষের ভোগান্তি ক্রমেই বেড়েছে। এছাড়া এ অফিসের সঙ্গে জড়িত মহরার ও নকলনবীশ লেখকরা অনেকটাই বেকার
বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে সাব-রেজিস্ট্রার এনে সেবা চালু রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের ফেরত যাচ্ছেন।
সরকারের রাজস্ব ৩৫% কমে গেছে বলেও উল্লেখ করে দ্রুত পদে নিয়োগের দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান।
সট : মিজানুর রহমান, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া দলিল লেখক সমিতি।
সারা দেশেই সাব-রেজিস্ট্রার সংকট রয়েছে উল্লেখ করে ইতিমধ্যে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
দুর্ভোগ লাঘবে দ্রুত সাব-রেজিস্টার নিয়োগ দাবি সাধারণ মানুষ ও দলিল লেখকদের।