ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবের একবছর পরও ঘুরে দাঁড়াতে পারেনি অনেক প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৭:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবের একবছর পরও ঘুরে দাঁড়াতে পারেনি অনেক প্রতিষ্ঠান। ঘটনার সাত মাস পর চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন। এখনও চলছে মেরামতের কাজ। পৌরসভার কার্মকান্ড চলে অস্থায়ী কার্যালয়ে। সংস্কার শেষ হয়নি প্রেসক্লাবের। বারবার হামলায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সংস্কৃতির রাজধানীখ্যাত এ জেলার।
এক বছর আগে হেফাজত তান্ডবের তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি অফিস,সংগঠন কার্যালয়ে নির্বিচারে হামলা-ভাঙ্গচুরের পর আগুন দেয়া হয়।একেবারে অচল করে দেয়া হয় রেলষ্টেশন। আগুন ও ভাঙ্গচুরে ক্ষতিগ্রস্থ পৌর ভবন পরিত্যক্ত ঘোষনা করা হয়। পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, ডাকবাংলো, সার্কিট হাউজ, প্রেসক্লাব, আনসার অফিস, সদর উপজেলা ভূমি অফিসসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা-ভাঙ্গচুর চালানো হয়।
ওই ঘটনায় বিজিবি ও পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়। আহত হয় ৫০ জনের মতো। এরআগেও বিভিন্ন সময় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডব চালিয়েছে। কিন্তু সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে ২০২১ সালের ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় এ ঘটনা ঘটে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এখনো পৌরসভা। অস্থায়ী কার্যালয়ে গাদাগাদি করে চলছে নাগরিক সেবা। দ্রুত সরকারি সহায়তার অনুরোধ জানান মেয়র।
৭ মাস ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রা বিরতি বন্ধ রেখেছিল ট্রেন। ষ্টেশনটিতে আগেও হামলা হয়েছে কয়েকবার। বর্তমানে সংস্কার কাজ শেষের দিকে।
বারবার সংস্কৃতি অঙ্গনে হামলায় হতাশ সংস্কৃতিকর্মীরা। এতে, স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে সংস্কৃতির রাজধানী খ্যাত এ জেলার।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমন ঘটনা আর দেখতে চাননা। তাই দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি তাদের।