ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ২ জনের মধ্যে এক জনের পরিচয় মিলেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়।
নওগাঁর বদলগাছীতে ধানবোঝাই ভটভটি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। রাতে ধানবোঝাই ভটভটিতে চড়ে ৪ থেকে ৫ জন শ্রমিক ভান্ডারপুর বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে চকদৌলিয়া নামকস্থানে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়। এসময় ধানের বস্তার নিচে চাপা পড়েন দু’জন শ্রমিক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়।