ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জে এক শিশুসহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। কুমিল্লা থেকে সিলেটগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী ওই নারীর মৃত্যু হয়। এসময় আরো ৩ যাত্রী আহত হয়।
কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় রেবের এক ল্যান্সনায়েক নিহত হয়েছে। মোটরসাইকেলে যাওয়া রেব সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তরিকুল ইসলাম নিহত হন। আহত কাউসারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে ইসাহাক আলী নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছে। ইসাহাক আলী নন্দুয়া ইউপি’র চেয়ারম্যান ছিলেন।
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকচাপায় আব্দুল খালেক নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সয়দাবাদ পুনর্বাসন এলাকার আঞ্চলিক সড়ক থেকে মোটরসাইকেলটি মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বিচিত্রা চক্রবর্তি নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।