ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাসের সংক্রমণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
বরিস জনসনের শরীরে ভাইরাসটির লক্ষণ মৃদু বলে জানিয়েছে তার এক মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলেও সরকারের নেতৃত্ব দেয়া অব্যাহত রাখবেন জনসন। যুক্তরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৫৭৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৫ জন। এছাড়া গত ২৫ মার্চ রাজপরিবারের এক বিবৃতিতে জানানো হয় ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।