ব্রিটেনে লকডাউনের কড়াকড়ি সীমিত করা হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন নির্দেশনায় সবকিছু শিথিল করতে যাচ্ছেন। কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুহার কমতে থাকায় লকডাউনের কড়াকড়ি সীমিত করা হতে পারে।
আসতে পারে স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মারা গেছে দুইশ ১৫ জন। এদিকে করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়ানোয় শোক প্রকাশ করে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি পরিস্থিতিকে ভয়াবহ বলেছেন। এক সাক্ষাৎকারে বলেন, ১’শ বছরের বেশি সময় পর আটলান্টিক পাড়ের দেশটি এ ধরনের মহামারির মুখোমুখি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১২শ’র বেশি মানুষ। বিশ্বে একদিনে মারা গেছে ৬ হাজারের বেশী মানুষ। নতুন ৩ লাখ সাড়ে ১২ হাজারসহ মোট শনাক্ত ১১ কোটি ১৯ লাখের বেশি। মোট মৃত্যু ২৪ লাখ ৭৭ হাজারের বেশি।