ব্রেস্ট ফিডিং কর্নারসহ মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে রাজশাহীতে সমঝোতা স্মারক সই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে ব্রেস্ট ফিডিং কর্নারসহ মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে সিটি কর্পোরেশন ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন ও ওয়াটার এইডের পক্ষে কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান চুক্তিতে সই করেন। রাজশাহী সিটির সার্বিক সহযোগিতায় নগরীর লক্ষ্মীপুর মোড় ও আদালত চত্বরে অত্যাধুনিক দুটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। সেখানে ব্রেস্ট ফিডিং কর্ণারও থাকবে। এছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে। ওয়াটার এইডের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ইএসডিও। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।