ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন
- আপডেট সময় : ০৩:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিশ্বের বৃহত্তম এনজিও- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসাপাতালে মারা গেছেন। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। মরহুমের জানাজা রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার পরে বনানী কবরস্থানে দাফন হবে বলে জানিয়েছেন তার জামাতা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের প্রতিষ্ঠাতা–স্যার ফজলে হাসান আবেদ বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মারা যান। এই কিংবদন্তীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা স্যার ফজলে হাসান আবেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।জীবনের অন্তিম সময়েও ফজলে হাসান আবেদ বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পরামর্শ দিয়ে গেছেন বলে জানান– ব্র্যাকের নির্বাহী পরিচালক।
১৯৩৬ সালে হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ফজলে হাসান আবেদ ছোটবেলায় মায়ের কাছ থেকেই প্রথম হতদরিদ্রদের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পান। ১৯৭২ সালে যুদ্ধ-বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলতে মাত্র ৩৬ বছর বয়সে চার্টার্ড এ্যাকাউন্টেন্টের পেশা ছেড়ে বেসরকারী উন্নয়ন সংস্থা- ব্র্যাক প্রতিষ্ঠা করেন। গত ৪৮ বছরে এশিয়া ও আফ্রিকার ১০টিরও বেশী দেশে ১০ কোটি দরিদ্র মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে নেতৃত্ব দিয়েছেন তিনি।