ব্লাক সোলজার ফ্লাই নামে বিদেশী এক পোকার খামার তৈরি হয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জে
- আপডেট সময় : ০১:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
লন্ডন থেকে নিয়ে আসা ব্লাক সোলজার ফ্লাই নামে বিদেশী এক পোকার খামার তৈরি হয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জে। গ্রামের বেকার যুবক জুলফিকার আল মামুন এটি করেন। গত আট মাসে এ খামার থেকে ২০ লক্ষ টাকার পোকা বিক্রি করেছেন। তার এই উদ্যোগে এখন গ্রামের অনেক যুবকেই ঝুকছেন এই খামার তৈরিতে।
সুন্দরগঞ্জ উপজেলার তরুণ ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার জুলফিকার আল মামুন। করোনা কালীন সময়ে চাকুরী চলে গেলে ফিরে আসেন গ্রামে । বেকার জীবনের অভিশাপ ঘোচাতে এর পর নিজ উদ্দ্যোগে দুই শতক জমিতে তৈরি করেন পোকার খামার । লন্ডন থেকে সংগ্রহ ৫ কেজি দিয়ে শুরু হলেও মাত্র আট মাসে লার্ভা, মাতৃপোকা ও জৈবসারসহ পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার কেজিতে। পোল্ট্রি খাদ্যের উচ্চদর দাম থাকায় এ খাবার ব্যপক সাড়া ফেলেছে খামারিদের মাঝে।
এদিকে, তার খামারে বর্তমানে ৮ থেকে ১০ জন নিয়মিত কাজ করছেন। স্থানীদের যুবকদের কর্মসংস্থান হওয়ায় ভাল ভাবে চলছে তারা।
প্রতি কেজি লার্ভা ৪০ থেকে ৪৫, মাতৃপোকা সাড়ে ৩ হাজার এবং পোকা থেকে উৎপাদিত জৈব সার বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। পোল্ট্রিখাদ্য হিসেবে মামুনের পোকা চাষের এই উদ্যোগ তাক লাগিয়ে দিয়েছে এলাকায়।
বৈজ্ঞানিক পদ্ধতিতে এ পোকার চাষাবাদ নিশ্চিত করার পাশাপাশি খামারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে সব ধরনের সহযোগীতার কথা জানান জেলা মৎস কর্মকর্তা।
ব্লাক সোলজার ফ্লাই উৎপাদন করে মাছ ও প্রনি সম্পদের কমদামে খাদ্যের চাহিদা মেটাতে পারলে খামারিরা লাভবান হবে এতে করে মাছ, ডিম ও মাংসের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।