ব্লু ইকোনমি ও আন্তরাষ্ট্রীয় বাণিজ্যিক সম্পর্কের জন্য সমুদ্র নিরাপদ রাখতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভারত ও মিয়ারমারের সঙ্গে বন্ধুত্বপূর্ন পরিবেশে সমুদ্রসীমা সমস্যা সমাধানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সংকট সমাধানের বিরল দৃষ্ট্রান্ত স্থাপন করেছে বাংলাদেশ।
তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আলোচনার আহ্বান জানান। কক্সবাজার সমুদ্র সৈকতে নৌ বাহিনী আয়োজিত প্রথমবারের মত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২ এর উদ্বোধনকালে এসব কথা বলেন শেখ হাসিনা।
ঘড়ির কাটায় সকাল ১০টা ৫১ মিনিট। শিপস বেল বাজিয়ে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আকাশ থেকে জাতীয় পতাকা হাতে নেমে আসে নৌ বাহিনীর চৌকষ সিল কমান্ডোরা।
সমুদ্রের নীল জলরাশিতে সারি সারি যুদ্ধ জাহাজের বর্ণিল প্রদর্শনী জানান দেয়, নৌ বাহিনীর সক্ষমতার কথা।
বিশ্বের কাছে সামরিক দক্ষতা ও সক্ষমতার বার্তা দিতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো এই আয়োজন করে বাংলাদেশ। যোগ দেয় যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌ বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে প্রথমবারের মত এই আয়োজন করায় নৌ বাহিনী ও অংশ গ্রহণকারি দেশগুলোর সামারিক কর্মকর্তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন আমরাও পারি আজ তা প্রমাণ হয়েছে।
যুদ্ধ নয়, শান্তি চাই জানিয়ে নৌ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির নেপথ্যে বাংলাদেশের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান।
ব্লু ইকোনোমি এবং আন্ত রাষ্ট্রীয় বানিজ্যিক সম্পর্ক অক্ষুন্ন রাখতে সমুদ্রকে নিরাপদ রাখতে হবে বলেও জানান শেখ হাসিনা।
ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমুদ্র সীমা সমস্যার সমাধান করে বাংলাদেশ বিশ্বে বুকে দৃষ্ট্রান্ত স্থাপন করেছ।
আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ গ্রুপ ফটো সেশনের পর কক্সবাজার ইনানী বিচে নৌবাহিনীর নব নির্মিত জেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।