ব্ল্যাকআউটের দায়ে পিজিসিবির কর্মকর্তা বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জাতীয় গ্রিড বিপর্যয়ের সঙ্গে জড়িতরা পিজিসিবি’র দুই কর্মকর্তাকে সামায়িক বরখাস্ত করা হয়েছে। বাকীদের আগামী এক সপ্তাহের মধ্যে চিহ্নিত করা হবে। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
পিজিসিবির দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন উপসহকারী প্রকৌশলী। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে এই বিপর্যয় ‘ম্যান ম্যানেজমেন্ট’ এর কারনে ঘটেছে । বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে নামগুলো প্রস্তাব করতে। নাম পাওয়ার পর অভিযুক্ত সবাইকে চাকরিচ্যুত করা হবে। আজ-কালের মধ্যে এই শাস্তির পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে পিজিসিবি একটি তদন্ত কমিটি করে।