বড়দিনে মেসি-রোনালদো-নেইমাররা বসে নেই
- আপডেট সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বড়দিনে বন্ধ ইউরোপিয়ান ক্লাব ফুটবল। তবে বসে নেই ফুটবলাররা। ছুটির মাঝেও মেসি-রোনালদো-নেইমাররা চেষ্টা করেছেন ভক্তদের আনন্দ দিতে। কেউ উপহার পাঠিয়ে কেউবা আবার ভক্তদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে চমকে দিয়েছেন।
এক করোনায় স্তব্ধ পৃথিবী। পাল্টে গেছে অনেক কিছু। তারপরও বড়দিন উদযাপনের আনন্দ কেড়ে নিতে পারেনি মহামারী।
পাস্তা নিয়েই ব্যস্ত পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বড়দিনে এভাবেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন সি আর সেভেন। টিমমেটরা তার সঙ্গে না থাকলেও দিবালা, মোরাতারা ধরা পড়েছে আলাদা আলাদা ফ্রেমে।
ছুটি পেয়েই বৌ-বাচ্চা নিয়ে বুয়েন্স আইরেসে আর্জেন্টাইন কিংবদন্তি। রোনালদো মতো মেসিও সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে।
বড়দিন উদযাপনে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের একদমই কার্পণ্য নেই। নেইমার, এমবাপ্পে, ভেরাত্তিরা ক্রিসমাসের উৎসবে মেতে চেষ্টা করেছেন ভক্তদের আনন্দ নিতে।
আনন্দের উপলক্ষ্য হতে ভক্তদের সঙ্গে থাকতে সাধ্যমত চেষ্টা করেছে ম্যানসিটি তারকারা। ফ্যানদের সঙ্গে সংযুক্ত হয়ে অনেককেই চমকে দিয়েছে সিটিজেনরা।
করোনার মাঝে যাতে ভক্তদের মনোবল যেন একটু না কমে তাই বড়দিনে বার্তা পাঠিয়েছে ইন্টার মিলান তারকারা। ভক্তদের আরো আপন করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লুকাকু, ভিদাল, লাউতারো মার্তিনেজরা।
বড়দিন উদযাপনে বায়ার্ন মিউনিখ এবার ছিলো অনেকটাই সাদা-মাটা। তবে, চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শুভেচ্ছা জানিয়েছে ভক্তদের।
ভিন্ন ধর্মী আয়োজনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ভার্চুয়ালি যুক্ত হয়ে এলডার হাই শিশু হাসপাতালের রোগীদের চমকে দিয়েছেন ফ্যাবিনহো-অ্যালিসন বেকাররা।
ভক্তদের ট্রেইনিং গ্রাউন্ড ঘুরে দেখার ব্যবস্থা করে দিয়েছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। উলহারহাম্পটনও অংশ হয়েছেন বড় দিন উদযাপনে। টটেনহাম আয়োজন করেছে এক ভিন্নধর্মী খেলার। মজার প্রশ্নে কে কতক্ষণ হাসি আটকে রাখতে পারেন এমন চ্যালেঞ্জ ছিলো জো-হার্ট-গ্যারেথ বেলদের।