বড়দের চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদেরই আর্থিক প্রণোদনা দেয়ার পক্ষে পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজ বন্টনে অনিয়মের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যাংকগুলোর ওপর সরকারের কঠোর নজরদারী ও তদন্ত করা উচিত বলেও মত দেন তারা। সিপিডি’র বাজেট আলোচনা সভায় একথা বলেন ব্যবসায়ী নেতারা।
আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী- বড়দের চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদেরই আর্থিক প্রণোদনা দেয়ার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক প্রনোদনায় সব স্তরের ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি ঠিক নয়। প্রকৃত ক্ষতিগ্রস্তদের এই অর্থ প্রয়োজন ছিল। ব্যবসায়ীরা প্রস্তাবিত ভ্যাট বিষয়ে ভ্রান্ত ধারণায় ভুগছেন বলেও মন্তব্য করেন পরিকলনামন্ত্রী এমএ মান্নান। এছাড়া আলোচনা সভায় আগামী অর্থবছরে খাদ্য-মূল্যস্ফীতি বাড়ার আশংকা প্রকাশ করেন অর্থনীতিবীদরা। সেই সাথে তারা- সরকারের ব্যয় ধারাবাহিকভাবে বাড়ায়, তা মোকাবিলায় সম্প্রসারণের পরিবর্তে সংকোচনমূলক ব্যয়নীতি নির্ধারণের সমালোচনা করেন।