বড় জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করলো ঢাকা প্লাটুন
- আপডেট সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বড় জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করলো ঢাকা প্লাটুন। দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়েছে ৮ উইকেটে। ১৭৫ রানের লক্ষ্যে, ৯ বল হাতে রেখে জয় পায় ঢাকা। ১ উইকেট আর ৫৬ রানে ম্যাচ সেরা মেহেদী হাসান। এর আগে জনসন চালর্সের ৭৩ রানে ৪ উইকেটে ১৭৪ করে সিলেট থান্ডার।
জাতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে আরো একবার হাসলো ঢাকা প্লাটুন। ৮ উইকেটের রোমাঞ্চিত জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো মাশরাফির দল। বিপরিতে, যে আক্ষেপ নিয়ে চট্টগ্রামে পা রেখেছিলো সিলেট, সেই একই সমীকরণ নিয়ে ঢাকায় ফিরতে হচ্ছে সুরমা পাড়ের দলটিকে।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল বিজয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ঢাকা প্লাটুন। ৫৮ রানে উদ্বোধনী জুটি কাটা পরে এনামুলের ৩২ রানের বিদায়ে।
প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল তামিম ইকবাল। যোগ্য সঙ্গ দেন গেল ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মেহেদী হাসান। এ ম্যাচেও দেশসেরা ওপেনারের চেয়ে বেশি আগ্রাসী মেহেদী। ফিফটি করতে তামিম যেখানে খেলেছেন ৩৯ বল, সেখানে মেহেদীর লেগেছে মাত্র ২৩ বল।
৫৬ রানে মেহেদী যখন বিদায় নেন, ঢাকা প্লাটুনের জয় তখন হাতছোঁয়া দূরত্বে। যেখানে আর কোন ভুল করেননি তামিম ইকবাল ও জাকের আলী। ২২ রানে জাকের আর ৬০ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল।
এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সিলেট। ঢাকার হয়ে বল হাতে এদিনও চমক দেখান মেহেদী হাসান। ইনিংসের প্রথম বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচারকে ফেরান শূন্য রানে।
ফ্লেচারকে হারিয়ে বিপর্যয়ে পড়লেও, পথ হারায়নি থান্ডার শিবির। আরের স্বদেশী জনসন চালর্সের ব্যাটে বিপর্যয় কাটায় সিলেট। যোগ্য সঙ্গ দিলেও নিজের ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার আব্দুল মজিদ। ব্যক্তিগত ৮ রানে মজিদের বিদায়ে ভাঙ্গে ৫১ রানের জুটি।
সঙ্গী হারিয়ে আরো আগ্রাসী জনসন চালর্স। তুলে নেন আসরের দ্বিতীয় ফিফটি। ফিফটির পরও তাণ্ডব চালান এই ক্যারিবিয়ান। তার ৪৫ বলে ৭৩ রানের ইনিংসটিতে বড় সংগ্রহের উৎসাহ পায় সিলেট।
শেষের দিকে সেটা আরো জোড়ালো করলেন মোহাম্মদ মিথুন ও শেরফান রাদারফোর্ড। এ দুয়ের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় সিলেট। যদিও সে চ্যালেঞ্জ অনায়াশে টপকে যায় ঢাকা প্লাটুন।