বড় ধাক্কা খেলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
আবুধাবিতে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। করোনা পজেটিভ বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ফারজানা হক, আর হাতের ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন জাহানারা আলম।
বৃহস্পতিবার অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন জাহানারা। তারকা এই পেসারের ডান হাতে দুটি সেলাই লেগেছে। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন ব্যাটার ফারজানা হক পিংকি। মেডিকেল প্রকোটল অনুযায়ী এখন তার চিকিৎসা চলবে। দলে তার স্থলাভিষিক্ত হিসেবে নেওয়া হয়েছে সোহালি আক্তারকে। স্থলাভিষিক্ত দুই ক্রিকেটার শনিবার আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।