ভবানীগঞ্জে আঃলীগের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, সমর্থকদের মারধর করেছে প্রতিপক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে আঃলীগের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, সমর্থকদের মারধর করেছে প্রতিপক্ষ। সংঘর্ষে আহত- হয়েছে অন্তত ২৫জন।
রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ও চকবাজারের আঃলীগের নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এঘটনার জন্য আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা পরস্পরকে দায়ী করছে। হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া পার্বতিনগর, হাজিরপাড়া ও চরশাহীতে আলাদা সংঘর্ষে আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর আহতদের দ্রুত রাতে সদর হাসপাতালে সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।