ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য সংগ্রাম করছে বিএনপি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৮০৯ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি আইনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো বাক স্বাধীনতা নেই।
তাই দেশের বর্তমান অবস্থার পরিবর্তনে সবাইকে চলমান আন্দোলন-সংগ্রাম সফল করতে হবে। প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তারের ঘটনাসহ সম্পাদক মতিউর রহমানের নামে মামলার প্রসঙ্গ টেনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য সংগ্রাম করছে বিএনপি। ক্ষমতাসীন সরকারের পতন ঘটাতে ইস্পাত কঠিন সংগ্রাম করতে হবে সবাইকে।
সরকার পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে সাজানো নির্বাচনে আবারো ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এবার জনগণ নিজেদের রক্ষা করতে বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়েছে।
ফখরুল বলেন, আরও ঐক্যবদ্ধ হয়ে দূর্বার গণ-আন্দোলন চালিয়ে যেতে হবে। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের উপর হামলায় এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
এ ঘটনায় আন্তরিক দুঃখপ্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দালালেরা অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে। সরকারের দালালেরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে।