ভয়াবহ বন্যার জন্য শেখ হাসিনার সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ি
- আপডেট সময় : ০২:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
দেশে ভয়াবহ বন্যার জন্য শেখ হাসিনার সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ি করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন,শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ রক্ষায় কোন ধরনের চুক্তি বাস্তবায়ন করেনি।
বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পথে রাজধানীর গুলশানের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। ভারতের প্রতি আহবান জানানিয়ে তিনি বলেন, ভারত সরকারের উচিত হবে-কোন একক ব্যক্তির সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশে জনগণের সাথে সম্পর্ক রাখা। এদিকে গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার সাথে আলোচনায় বসেন, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের জানান, পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য উন্নয়ন কাজ করতে আগ্রহী। একইসঙ্গে বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্ক উন্নয়ন কাজ করবে দুই দেশ।