ভরা মৌসুমেও পদ্মা-মেঘনায় মিলছে না কাঙ্খিত ইলিশ
- আপডেট সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৭০৪ বার পড়া হয়েছে
ইলিশের ভরা মৌসুমেও পদ্মা-মেঘনায় মিলছে না কাঙ্খিত ইলিশ। চাঁদপুরের জেলেরা ইলিশ আহরণের আশায়, দিনরাত চেষ্টা চালালেও ইলিশ পাচ্ছে খুবই কম। ইলিশ কম পাওয়ায় সাগরের ইলিশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ব্যবসায়ী ও আড়ৎদাররা। তবে আমদানি করা ইলিশের দামও চড়া। মৎস্য গবেষকরা বলছেন, বৃষ্টি কম হওয়ায় পদ্মা- মেঘনায় ইলিশ কমেছে।
চাঁদপুরে ৪৪ হাজার জেলে পরিবার। কিন্তু এবার ভরা মৌসুমে ইলিশ না পেয়ে, হতাশ জেলেরা। দিনরাত নদীতে চেষ্টা চালিয়েও জালে পদ্মা মেঘনার রূপালী ইলিশের দেখা মিলছে না।
এমন পরিস্থিতিতে সাগরের ইলিশ চাঁদপুর মৎস্য আড়তে আমদানি করে, বাজার ধরে রেখেছেন ব্যবসায়ীরা। তবে চাহিদা থাকলেও পদ্মা-মেঘনার ইলিশ না পাওয়ায় ইলিশের ব্যবসা কমেছে।
বৃষ্টি কম হওয়ার পাশাপাশি নদীতে পানি প্রবাহ হ্রাস, আবাসস্থলে পরিবেশ বিপর্যয়কে কম ইলিশ মিলছে বলে দাবি ইলিশ গবেষকদের।
তবে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ বাড়ায় খুশী জেলেরা। বাজারে সরবরাহ বাড়ায় কমছে দাম। এতে খুশি ক্রেতারা।
বড় সাইজের প্রতি কেজি ইলিশ এতোদিন ১৭’শ টাকা থাকলেও এরইমধ্যে তা কমে ১৫শ টাকা হয়েছে। মাঝারি সাইজের ১৪’শ টাকার ইলিশ এখন ১২শ টাকা আর ছোট সাইজের হাজার টাকার ইলিশ ৮শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে
এমন বাস্তবতায়, আগামী ৭ অক্টোবর থেকে ২২ দিন অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ থাকবে ইলিশসহ সব ধরণের মাছ ধরা।