ভারতকে কালো তালিকায় রাখার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ধর্মীয় স্বাধীনতা খর্বের কারণে ভারতকে টানা দ্বিতীয়বারের মতো কালো তালিকায় রাখার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন।
বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সি- দ্য ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব হচ্ছে ।’ প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার সিএএ চালু করেছে। এর মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হচ্ছে। অপরদিকে এই নিয়ম কয়েক লাখ মুসলিমের আটক হওয়ার শঙ্কা বাড়িয়ে দিয়েছে। যেসব দেশ শেষ পর্যন্ত কালো তালিকায় পড়বে, তারা ভিন্ন ধর্মাবলম্বীদের রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের অবরোধের মুখোমুখি হবে অথবা দেশটির সহযোগিতা হারাবে।