ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করতে হবে। লন্ডনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, ভারত অহেতুক মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে ফখরুল বলেন, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে শেখ হাসিনার সরকার। অবৈধভাবে ক্ষমতা দখল করে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এসময় তারেক রহমানকে দেশে ফেরার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে।