ভারতীয় থ্রিপিসের আগ্রাসনে ধ্বংসের দিকে দেশের তাঁতশিল্প
- আপডেট সময় : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
ঈদ সিরাজগঞ্জের তাঁতপল্লীতে কর্মব্যস্ত তাঁতীরা। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি আর থ্রি-পিসের ব্যবহার বেড়ে কমেছে শাড়ী-লুঙ্গীর চাহিদা। ফলে আশাজনক ব্যবসা নিয়ে শঙ্কিত তাঁত ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতীয় থ্রিপিসের আগ্রাসনে দেশের তাঁতশিল্প ক্রমশ ধ্বংসের দ্বার প্রান্তে। ঈদ মৌসুমেও তাঁত কাপড়ের এমন দুরবস্থায় উদ্বিগ্ন শ্রমিকসহ সংশ্লিষ্টরা।
দেশের তাঁতবস্ত্রের প্রধান মৌসুম রমজান মাস। ঈদকে সামনে রেখে এ সময় কর্মব্যস্ত হয়ে পড়েন তাঁতমালিক ও শ্রমিকরা। কিন্তু সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, উল্লাপাড়া ও সদর উপজেলায় প্রায় ৩৫ হাজার তাঁত মালিকের সাড়ে ৩ লাখ ইঞ্জিন ও হস্তচালিত তাঁত থাকলেও বর্তমানে মাত্র অর্ধেক মালিকের ৫০ শতাংশের মতো কারখানা এখন খট-খট শব্দে মুখরিত। এসব কারখানায় দু’মাস ধরে বাহারী নকশার সুতি, সিল্ক, রেশমী ও জামদানী শাড়ি এবং লুঙ্গী তৈরি হলেও শাহজাদপুর, সোহাগপুর, এনায়েতপুরের মতো হাটগুলোতে নেই তেমন বেচাবিক্রি। ভারতীয় থ্রি-পিসের আগ্রাসনে পিছিয়ে পড়ছেন দেশী বস্ত্রের তাঁতীরা।
ঈদে শ্রমিকদের বাড়তি পরিশ্রমের আয়ে পরিবার-পরিজন নিয়ে উৎসব পালনের আশা থাকলেও বিক্রি না বাড়ায় স্বাভাবিক মজুরী পাওয়াই দায় হয়ে উঠছে।
সুতা ও রঙের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দায় আগের তুলনায় বিক্রি ২৫ ভাগে নেমে আসায় চিন্তিত তাঁত সংগঠনের নেতারাও। তাই স্বল্পসুদে ঋণ এবং বিনাশুল্কে সূতা, রং ও কেমিক্যাল আমদানীর সুযোগসহ বিদেশী পোশাক আমদানি নিরুৎসাহিত করার দাবী তাদের।সিরাজগঞ্জের ব্র্যান্ডিং হিসেবে ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও এর সাথে জড়িতদের রক্ষায় সরকারের কাছে কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্ট সবাই।