ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে গবেষণার প্রস্তুতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫১২ বার পড়া হয়েছে
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত-ফেরত যাত্রীদের মধ্যে ৬ জনের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়ায় যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ড এলাকায় কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে, বিষয়টি নিয়ে আরো অধিকতর গবেষণার প্রস্তুতির কথা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেয়ার পাশাপাশি ভারত থেকে ফেরার পথে তার সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নিয়ে নমুনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন। এছাড়াও বেনাপোলসহ যশোর জেলা ও পার্শ্ববর্তী চার জেলার হোটেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।