ভারতের আসাম এবং মিজোরাম সীমান্তে সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভারতের আসাম এবং মিজোরাম সীমান্তে সংঘর্ষের ঘটনায় আসামের পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
ওই দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এদিকে সংঘর্ষের ঘটনায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে, আসামের রাজ্য সরকার বলছে, সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং আহত হন, অর্ধ শতাধিক মানুষ। আসামের চাচর জেলা ও মিজোরামের কোলাসিব জেলার সীমানায় বিবাদ নিয়ে সোমবার দুপুর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে, সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন পুলিশ সদস্যরা। তাদের দিকে হঠাৎ ইট, পাথর ছুড়তে শুরু করে স্থানীয় জনতা। সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসাম সরকার।