ভারতের উত্তর প্রদেশে চার কৃষককে হত্যার অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ভারতের উত্তর প্রদেশে চার কৃষককে হত্যার অভিযোগে, দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের পাঁচ দিন পর গতকাল রাতে গ্রেপ্তার করা হয় আশিস মিশ্রকে। উত্তর প্রদেশের পুলিশ জানায়, তদন্তে অসহযোগিতা করার কারণে তারা আশিসকে গ্রেপ্তার করেছেন। আজ তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি। উত্তর প্রদেশের সংযুক্ত কৃষক মোর্চা প্রথম থেকেই আশিসকে দায়ী করে এলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এই অভিযোগ উড়িয়ে দিয়ে আসছিলেন। তিনি দাবি করছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতেই ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে গাড়িচাপা দেওয়ার ঘটনায়। ভাইরাল হওয়া ভিডিওতে প্রতিমন্ত্রীর ছেলে আশিস ওই গাড়িতেই ছিলেন বলে অভিযোগ ওঠে।