ভারতের উত্তর প্রদেশে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২১ জনে
- আপডেট সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
ভারতের উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের ১০৬ জন নারী ও ৭ শিশু। অনেকেই হাসপাতলে চিকিৎসাধীন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত গুরু নারায়ণ হরির সৎসঙ্গ অনুষ্ঠানে এমন মর্মান্তিক ঘটনায় তাকে শিগগিরই গ্রেপ্তার করা হতে পারে। ইতোমধ্যে দেশটির অনেক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন, অন্যরা গেছেন নারায়ণের আশ্রম রাম কুঠির চ্যারিটেবল ট্রাস্টে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল এবং সেই তুলনায় জায়গা ছিল অনেক কম। ঘটনা তদন্তে উচ্চ-স্তরের কমিটি গঠন করা হয়েছে। সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ওই স্থানে ৮০ হাজার লোকের উপস্থিত হওয়ার অনুমতি ছিল, কিন্তু আড়াই লাখেরও বেশি ভক্তের সমাগম ঘটে।