ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানানো হয়।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে গত ১৫ আগস্ট মধ্যরাতে এআইএফএফ-এর ওপর নিষেধাজ্ঞা দেয় ফিফা। এরপরই মাঠে নামে কেন্দ্রীয় সরকার। ফিফার নির্দেশনা মানতে সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় এবং সিওএ বাতিল করে। এআইএফএফ-এর ক্ষমতা ফিরিয়ে দেয়া হয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধরের হাতে। পাশাপাশি, ফিফা এবং এএফসি যেভাবে নির্দেশ দিয়েছে তা মেনে চলার কথাও বলা হয়। যার পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। ফলে ভারত এখন আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে। এছাড়া দেশটির ক্লাবগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এছাড়া অক্টোবরে নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনেও আর কোনো বাধা থাকল না।