ভারতের কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক ও উত্তেজনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ভারতের কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক ও উত্তেজনা এখন তুঙ্গে। চলমান বিতর্কের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হিজাব বা কোনো ধর্মীয় পোশাক পরা যাবে না শিক্ষাপ্রতিষ্ঠানে। এরপরই আরও উত্তাল হয়ে ওঠে রাজ্যের শিক্ষাঙ্গন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে আগামী তিন দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই। বিষয়টি টুইটবার্তায় নিশ্চিত করেছেন দেশটির মূখ্যমন্ত্রী। টুইটে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার অনুরোধ করেন। তবে, এরই মধ্যে হিজাবের ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরকারি কলেজের পাঁচ ছাত্রী কর্নাটক হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন। বর্তমানে এর শুনানি চলছে। বুধবারও চলবে শুনানি। কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে আদালত।