ভারতের কাছে আজীবনের বন্ধুত্বই বাংলাদেশের প্রত্যাশা : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
স্বাধীনতায় ভারতীয় সেনাদের আত্মত্যাগ কখনো ভুলবে না বাংলাদেশ। এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতের কাছে আজীবনের বন্ধুত্বই বাংলাদেশের প্রত্যাশা। আর ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, অতীতের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত। আগামীর সম্পর্ক সুদৃঢ় করতে অতীতের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের স্মৃতিচারণ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধে বাংলার দামাল ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ভারতীয় সেনারা। যুদ্ধে শাহাদাত বরন করেন মিত্র বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য।
১৬ ডিসেম্বর ১৯৭১। তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানীরা। ১২ মার্চ ১৯৭২। ঢাকায় ভারতীয় সেনাদের বিদায়ী কুচকাওয়াজ। বঙ্গবন্ধুর দূরদর্শী কূটনীতির ধারাবাহিকতায় ইতিহাসের স্বল্পতম সময়ে দেশে ফিরে যায় মিত্রবাহিনীর সদস্যরা। ৫২ বছর পর ঐতিহাসিক সেই দিনটি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এই স্মরণ সভা।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের আগামীর পথচলায় বিগত দিনের মূল্যায়ন গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আজীবনের। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভুদ্যয়ে ভারতীয়দের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন, এমন মত উঠে আসে স্মরণ সভায়।