ভারতের কাশ্মীর প্রেসক্লাবের অ্যাডহক কমিটি সরিয়ে সংগঠনটি দখল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ভারতের কাশ্মীর প্রেসক্লাবের অ্যাডহক কমিটি সরিয়ে দিয়ে সংগঠনটি দখল করছে একদল সদস্য। শনিবার এ ঘটনা ঘটে।
এর তীব্র নিন্দা জানিয়েছে ভারতের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, প্রেসক্লাবের বিরুদ্ধে একটি প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে গত শুক্রবার জম্মু ও কাশ্মীর সরকার প্রেসক্লাবের নিবন্ধন স্থগিত করে। এর এক দিন পর আগের কমিটিকে সরিয়ে দিয়ে একদল সদস্য প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নেয়। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রেসক্লাবের এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেছেন।