ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে ১৭তম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ৩০টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ৮ দফা নির্বাচনের প্রথম ধাপের ভোটকে ঘিরে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। করোনার কারণে বাড়ানো হয় বুথের সংখ্যা।
সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত। আজ যে ৩০টি আসনের নির্বাচন হয়েছে সে আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিজেপি। কারচুপি ও নাশকতার আশঙ্কায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি দল। বুথে সামাজিক দূরত্ববিধি মেনে ভোট করানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে পুলিশ ও ভোটকর্মীদের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দিন এক বিজেপি কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।