ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে ব্যাপক প্রাণহানি
- আপডেট সময় : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন চার মুসলিম ভোটারসহ ৫ জন। এরা হলেন- হামিদুল হক, সামিয়ুল হক, মনিরুল হক, নুর আলম। এছাড়া সকালে সংঘর্ষকালে মৃত্যু হয় আরও এক তরুণ ভোটারের।
তৃণমূলের দাবি, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় বাহিনী। যদিও নির্বাচন কমিশনকে দেয়া রিপোর্টে তা খারিজ করে দিয়েছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছে বলে কমিশনকে জানান তিনি। কমিশনকে দেয়া রিপোর্টে বিবেক জানান, শীতলকুচির জোড়পাটকির যে ১২৬ নম্বর বুথের বাইরে এই ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে ঝামেলা চলছিল। তাতে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে সেখানে কুইক রেসপন্স টিম পাঠানো হয়। এরপর দু’পক্ষের সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি সামলাতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু গ্রামবাসী তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু সুষ্ঠু নির্বাচন করার ভার যাদের হাতে, তাদের গুলিতেই ভোটারদের মৃত্যুর তীব্র সমালোচনা করেছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ প্রায় সব রাজনৈতিক দল।