ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
- আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় ভারতকে সহায়তার আশ্বাস দেয়ার পর ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে দু’দেশের শীর্ষনেতাদের কথা হয়। এদিকে, করোনা মোকাবেলায় মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী।
আলোচনায় আমেরিকার কোভিড পরিস্থিতির বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছেন মোদী। সোমবার বাইডেনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে টুইটারে জানিয়েছেন মোদী। আমেরিকার সহযোগিতার আশ্বাসে প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান মোদী। এ ছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরী চিকিৎসা উপকরণ ভারতে পাঠানো হয়েছে। মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতির চরম বিপর্যয় ঠেকাতে দেশটির হাসপাতালগুলোতে সেনাবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ করবে তারা।