ভারতের মনিপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল কলা উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ভারতের মনিপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল কলা উৎসব। স্থানীয় আদিবাসীরা নানা পদের আর স্বাদের কলা নিয়ে হাজির হন সেখানে। হয় নাচ-গানও!
কলার মতো মিষ্টি ও রসালো ফল শুধু বানরই নয়, মানুষের কাছেও বেশ প্রিয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে বেশ গুরুত্ব পায় কলা। তাইতো দ্বিতীয় বারের মতো হচ্ছে কলা উৎসব।
কলার মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে বাহারি সব কলা নিয়ে হাজির হন স্থানীয়রা। কলা প্রদর্শনের পাশাপাশি চলে স্থানীয় সংস্কৃতির নানা ছলা-কলা। মনিপুরের কলার সুখ্যাতি ভারত ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা আয়োজকদের।