ভারতের লোকসভায় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের আলোচনা ‘অযাচিত’

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ভারতের লোকসভায় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের আলোচনাকে ‘অযাচিত’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ।
ভারতের এই আলোচনার প্রতিবাদে সরকার সোচ্চার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। এমাজউদ্দীন আরো বলেন, এটা শুধু অযাচিতই না, ফৌজদারি অপরাধও। স্বাধীনতার ৪৮ বছরে এমন খারাপ সময় আসেনি উল্লেখ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশর সার্বভৌমত্ব সংকটে পড়বে বলেও দাবি করেন তিনি। সকালে স্বাধীনতা ফোরাম আয়োজিত তাঁর ৮৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।