ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আজীবন স্মরণ করবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংকটকালে প্রণব মুখার্জির সহযোগিতা ও ভালবাসার জন্য বাংলাদেশ তাকে আজীবন স্মরণ করবে।
ভারতের এই সাবেক রাষ্ট্রপতির প্রথম মৃত্যবার্ষিকীতে প্রণব মুখার্জি লিগেসি ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় পাঠানো এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রণব মূখার্জি ছিলেন এই উপমহাদেশে রাজনীতির আইকন। তার প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, তাঁর মৃত্যু রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শুন্যতা সৃষ্টি করেছে। উপমহাদেশের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় ছিলেন তিনি। বাংলাদেশের প্রতি প্রণব মূখার্জির গভীর ভালবাসা ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর অবদান কোন দিন ভুলবার নয়।