ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা
- আপডেট সময় : ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে ও ভারতের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ ছিল বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক। এই বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে নরন্দ্রে মোদির অংশগ্রহণের জন্য আবারও তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতা বেড়েছে। করোনা মহামারিতেও সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত হয়েছে। আগামি ৫০ বছর দুই দেশ শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। প্রসঙ্গত, আজ ২৬ জানুয়ারি ভারত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।