ভারতে আবারও উর্ধ্বমুখী করোনা সংক্রমণ
- আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ভারতে আবারও উর্ধ্বমুখী করোনা সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে গত ছ’দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ গুণ। শুধু কোলকাতা শহরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গে রাতে জারি করা হয়েছে কারফিউ এবং বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ। পরিস্থিতি বুঝে ধাপে ধাপে আরো বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। ভারতে সাত দিনে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৪৩১ শতাংশ। সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ। সকাল থেকেই জারি হয়েছে বিধিনিষেধ। বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলোকে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। রাজধানী দিল্লিতে ১৫-১৮ বছর বয়সী শিশুদের জন্য ১৫৯টি টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। স্কুলের পরিচয় পত্র দিয়েই টিকা নেয়ার জন্য শিশুরা নাম নথিভুক্ত করতে পারবে।